সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২২, ০০:০০

যুবদল নেতা ড্রাইভার আলমগীর গাজীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলা রেন্ট-এ-কার মালিক কল্যাণ সমিতির সদস্য মোঃ আলমগীর গাজী (৪৫) অকাল মৃত্যুর শিকার হয়েছেন। তিনি ২৬ জুন রোববার ভোর ৫টায় চাঁদপুর বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তার মৃত্যুতে চাঁদপুর শহরে এবং তরপুরচণ্ডী গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি একজন গাড়ি চালক হিসেবে তার সততা এবং বিশ্বস্ততায় সকল মানুষের ভালোবাসা অর্জন করেন। তার জানাজায় কয়েক হাজার লোক অংশ নেয়।

গতকাল বাদ আসর তরপুরচণ্ডী আলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাদ্রাসা মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মোস্তফা মিয়া। তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসানের সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ হান্নান কাজী, তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার আরশাদ মোল্লা, চাঁদপুর জেলা রেন্ট-এ-কার মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাছির গাজী, সাবেক সভাপতি মোঃ লাভলু, মোঃ বাবু পাটওয়ারী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার, মরহুমের ভাই জাহাঙ্গীর গাজী ও ছেলে বাপ্পী গাজী।

জানাজায় অংশ নেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ হারুনুর রশিদ সাগর, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামসহ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৃত্যুকালে মোঃ আলমগীর গাজী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। ছেলে সোনারগাঁও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। মেয়ে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে অধ্যয়নরত। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়