প্রকাশ : ২৬ জুন ২০২২, ০০:০০
গতকাল ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী একত্রে মিলে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করে। এজন্যে বিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানটি উপভোগ করতে ৫৬ ইঞ্চি টেলিভিশন ও দুটি প্রজেক্টরের ব্যবহার করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মিষ্টিমুখ করেন। অনুষ্ঠানটি সফল করতে সকল কার্যক্রমের নেতৃত্ব দেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিজি।