সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ জুন ২০২২, ০০:০০

টাঙ্গাইল স্পোর্টসকে হারিয়ে সেমি-ফাইনালে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ঢাকায় বিসিবি কাপ ক্রিকেট প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠলো ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। ২৫ শনিবার জুন বিকেএসপির ৪ নম্বর মাঠে টাঙ্গাইল স্পোর্টস একাডেমীকে ৩২ রানে হারিয়ে ফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ২৭ জুন ঢাকা সিটি ক্লাব মাঠে সেমি-ফাইনালে মুখোমুখি হবে খুলনা একাডেমির সাথে চাঁদপুরের এ দলটি।

শনিবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। তারা ৫০ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৮১ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সাইদ হোসেন অমি ৭৪ বলে ৫১ রান ও নাসির আহমেদ ২৮ বলে ২৪ রান করেন। বল হাতে টাঙ্গাইলের নাসির ও মঈন হোসেন ৩টি করে উইকেট নেন। টাঙ্গাইল ১৮২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৩৮ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৪৯ রান করে। বল হাতে চাঁদপুরের নাছির আহমেদ ৩৮ রানে ৩টি এবং অমি ও শাহেদ ২টি করে উইকেট নেন।

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা হলেন : তারেকুর রহমান, আশরাফুল ইসলাম আশিক, অনুরাগ মিত্র, রাকিবুল হাসান, ফরহাদ বেপারী, নাসির আহমেদ, তানভীর আহমেদ, সিয়াম, শাকিল আহমেদ, আবদুল মোতালেব, আজহারুল ইসলাম, সাইদ হোসেন অমি, আয়মন ও মেহেদী হাসান। দলের অফিসিয়াল -শামিম ফারুকী, কোচ পলাশ কুমার সোম, সহকারী কোচ রাজন চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়