প্রকাশ : ২৬ জুন ২০২২, ০০:০০
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নেয়াদের মধ্যে চাঁদপুর আল-আমিন একাডেমি এবং লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানের র্যালি ছিল সর্ববৃহৎ। আল-আমিন একাডেমির ছাত্র শাখা এবং ছাত্রী শাখার পৃথক পৃথক ব্যানারে প্রায় তিন হাজার শিক্ষার্থী এই র্যালিতে অংশ নেয়। তারা সুশৃঙ্খলভাবে একাডেমির পোশাক পরে মূল র্যালিতে অংশ নেয়। র্যালির নেতৃত্বে ছিলেন একাডেমির অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এছাড়া একাডেমির প্রায় সকল শিক্ষক র্যালিতে অংশ নেন।
এছাড়া সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম খানের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি বাদ্য-বাজনা বাজিয়ে সুদূর লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে স্টেডিয়ামে যায়। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে র্যালিটি ছিলো বেশ আকর্ষণীয় এবং বর্ণাঢ্য। সকলের গায়ে ছিলো সবুজ গেঞ্জি আর মাথায় ছিল ক্যাপ। আল-আমিন একাডেমি এবং চেয়ারম্যান সেলিম খানের র্যালি সকলের নজর কাড়ে।