প্রকাশ : ২৬ জুন ২০২২, ০০:০০
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালিতে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে অংশগ্রহণ ছিল হতাশার। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে যে র্যালি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে জেলা প্রশাসনের র্যালির সাথে একাত্ম হয়, সে র্যালিতে উপস্থিতির সংখ্যা দেখে অনেকেই হতাশা ব্যক্ত করেন। গতকাল সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নারী-পুরুষ মিলিয়ে শ'খানেক নেতা-কর্মী একত্রিত হয়ে হাসান আলী স্কুল মাঠে এসে জেলা প্রশাসনের র্যালিতে অংশ নেয়। মূল দলের জেলার মূল নেতৃত্বে আসা আনন্দ র্যালিতে উপস্থিতির সংখ্যা এতো কম দেখে অনেকে হতাশা ব্যক্ত করেন।