প্রকাশ : ২৫ জুন ২০২২, ০০:০০
আজ ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণজমায়েত। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা। বাদ আছর বিভিন্ন মসজিদে ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল এবং প্রার্থনা।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী তথা সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।