সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জুন ২০২২, ০০:০০

আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হবে
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদ্‌যাপন করা হয়। ২৩ জুন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে হবে। আমরা ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পর স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশের পতাকা অর্জন করি। এরপর একটি যুদ্ধবিধ্বস্ত দেশের হাল ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছিল, ঠিক তখনই ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। সেই থেকে দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে। ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন ও উৎপাদন শুরু হয়। বর্তমানে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তিনি বলেন, আর একদিন পরেই আমরা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছি। বাংলাদেশর উন্নয়ন ও অগ্রগতিতে এটি মাইল ফলক। এসব উন্নয়ন সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূচিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাউন্সিলর মুকবুল আহমেদ, বাহার উদ্দিন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক দর্জি। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাশেষে নেতা-কর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়