সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের খাজুরিয়ায় দোলমন্দির দখলের অপচেষ্টা একটি চক্রের
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারস্থ ঐতিহ্যবাহী কালীবাড়ির আওতাধীন দোলমন্দিরটি একটি চক্র কৌশলে দখল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, খাজুরিয়া বাজার এলাকার ঐতিহ্যবাহী সিংহ পরিবারের সদস্যদের স্থাপন করা খাজুরিয়া কালীবাড়িটি উপজেলার অন্যতম নিদর্শন। যেখানে নিয়মিত পূজা-অর্চনা ছাড়াও বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। কালীবাড়ির আওতাধীন খাজুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে সিংহ পরিবার দোল মন্দির স্থাপন করে। প্রতি বছর চৈত্র মাসে দোল উৎসবের সময়ে মন্দির ঘিরে নানা উৎসব হতো। কিন্তু কালের বিবর্তনে সিংহ পরিবারের সদস্যদের অবর্তমানে দোল উৎসব না হলেও মন্দিরটি আজও রয়েছে। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দোল উৎসবের সময়ে মন্দিরটি ব্যবহার করে। কিন্তু রক্ষণাবেক্ষণের সুযোগের অভাবে স্থানীয় একটি চক্র কৌশলে তা দখলের চেষ্টা শুরু করে।

কালীবাড়ি কমিটির লোকজন জানান, ওই চক্রটি রাতের আঁধারে দখল করার জন্যে প্রস্তুতিও নেয়। কিন্তু স্থানীয় সচেতন মহল ও হিন্দু সম্প্রদায়ের লোকজন কঠোর অবস্থানে থাকায় তাদের দখল প্রক্রিয়া ভেস্তে যায়। পরে কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দ দোল মন্দিরটি রক্ষার জন্যে কাজ শুরু করে। তারা নষ্ট হয়ে যাওয়া স্থাপনার পরিবর্তে নতুন টিনের বেড়া দিয়ে দেয়।

সোমবার মন্দিরটি পরিদর্শনকালে মন্দির কমিটির সভাপতি প্রণয় গোস্বামী, সহ-সভাপতি গনেশ লোধ, যুগ্ম সম্পাদক মিলন চত্রবর্তী জানান, দোল মন্দির খাজুরিয়া কালীবাড়ির ঐতিহ্যের অংশ। হিন্দু সম্প্রদায় দোল উৎসবের মতো বৃহৎ উৎসব করে এ মন্দির ঘিরে। কিন্তু একটি চক্র মন্দিরটি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। তবে কোনো মতেই ধর্মীয় এ প্রতিষ্ঠান দখল করতে দেয়া যাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়