প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সাবেক সভাপতি, আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) জামে মসজিদের সুদীর্ঘকালের খতিব, উস্তাজুল ওলামা, পীরে কামেল আল্লামা মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর দ্বিতীয় ওফাত দিবস আগামী ২৫ জুন। এ উপলক্ষে আজকেই ওফাত দিবসের নানা কর্মসূচি উদ্যাপন হবে। হুজুরের প্রতিষ্ঠিত শাহরাস্তির নয়নপুর দরবার শরীফে আজ বাদ আসর থেকে ওফাত দিবসের কর্মসূচি শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। কোরআন খতম, খতমে গাউছিয়া, মাজার জিয়ারত, মিলাদ-কিয়াম ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে। এসব মহতি আয়োজনে সকলকে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন মুফতি আঃ রব আল-কাদেরীর মেজো ছেলে আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) মসজিদের বর্তমান খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।