প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার জেলেদের নিয়ে ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মৎস্যজীবীদের আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বুধবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এ কর্মশালায় প্রশিক্ষণ দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী কর্মকর্তা মিজানুর রহমান ও মৎস্যজীবী নেতা তাসলিম বেপারী। প্রশিক্ষণ অনুষ্ঠানে মোট ২০জন প্রশিক্ষণার্র্থী অংশগ্রহণ করেন।