রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০

জাতীয় যুব সংহতিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে ঐক্যবদ্ধ নেতৃত্বে কাজ করতে হবে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরের কৃতী সন্তান, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু বলেছেন, চাঁদপুরের যুব সমাজকে ঐক্যবদ্ধ নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয় যুব সংহতিকে শক্তিশালী যুব সংগঠনে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু এরশাদ জাতীয় যুব সংহতিকে প্রতিষ্ঠা করেছেন জাতীয় পাটির ভ্যানগার্ড হিসেবে কাজ করার জন্য। অতএব প্রতিষ্ঠার পর থেকে যুব সংহতি সেই ভ্যানগার্ডের ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, আজকে দেশের যুব সমাজ দিশেহারা, প্রয়োজনীয় শিক্ষাগ্রহণের পরও আজ যুবকদের কোনো কর্মসংস্থান না হওয়ায় বেকার জীবন পার করছে। ফলে যুব সমাজ বেকারত্বের কারণে দেশে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। ফলে যুবসমাজ আজ দিশেহারা। দেশের যুব সমাজকে বেকার রেখে কোনো দিনেও দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি আগামীর বাংলাদেশ গড়ার জন্য ও আগামী নির্বাচনে জাতীয় পার্টির বিজয় অর্জনের জন্য জাতীয় পার্টির ভ্যানগার্ডের ভূমিকায় জাতীয় যুব সংহতিকে তৈরি করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার কাজটি চাঁদপুর থেকে শুরু করার আহ্বান জানান।

জনাব ফজলুল হক ফজলু জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির গঠিত সাংগঠনিক টিমের হয়ে চাঁদপুর সফরকালে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সংক্রান্ত এ সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের সদস্য ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য, চাঁদপুরের কৃতী সন্তান অ্যাডঃ মাইনুদ্দিন মাইনু, আবুল কালাম আজাদ টুলু, জিয়াউর রহমান বিপুল ও সালাউদ্দিন আহমেদ।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, জাতীয় পার্টি চাঁদপুর পৌর শাখার যুগ্ম গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা (নিঝুম পাটোয়ারী), জাতীয় যুব সংহতি চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা, সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন গাজী, জেলা যুব সংহতির সদস্য মনির হোসেন মীর, জাকারিয়া হান্নান, মনির হোসেন, মাসুদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মাঝি, পৌর জাতীয় যুব সংহতি আহ্বায়ক মোঃ হারুন গাজী, শহর যুব সংহতির নেতা ফারুক গাজী, হাজীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির মোঃ আলাউদ্দিন চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়