রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০

নিখোঁজ সহপাঠীর খোঁজে মানববন্ধন
কামরুজ্জামান টুটুল ॥

নিখোঁজ সহপাঠীর খোঁজে অন্য সকল সহপাঠী মানববন্ধন করেছে। সোমবার অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় ৫শ’ শিক্ষার্থী অংশ নেয়। গত ৪ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া ইসলাম কাসফির বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। গত শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সামিয়াকে স্থানীয় যুবক শাওন অপহরণ করেছে বলে মেয়েটির মা ফরিদগঞ্জ থানায় অপহরণ মামলা করেছে। সামিয়া ফরিদগঞ্জ উপজেলার বালিমুড়া বৈদ্য বাড়ির আব্দুল কাদেরের মেয়ে ও অভিযুক্ত শাওন একই গ্রামের মুচির বাড়ির হালিম খানের ছেলে। সামিয়া হাজীগঞ্জের দেশগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়েরর অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কিশোরীর মা শাহিন বেগম জানান, শাওন আমার মেয়েকে উত্ত্যক্ত করার কারণে এলাকায় কয়েকবার সালিস হয়েছে। সে সময় ইউপি সদস্যসহ অন্যদের উপস্থিতিতে মেয়েকে উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেয় শাওন। শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোরপূর্বক আমার মেয়েকে তুলে নিয়ে যায়। যে কোনো কিছুর বিনিময়ে আমার মেয়েকে আমি চাই।

এ দিকে ঘটনার পরই শাহিন বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ মুঠোফোনে জানান, মেয়েটিকে উদ্ধারে আমরা জেলা ও জেলার বাইরে অভিযান অব্যাহত রেখেছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়