প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ২ দিনের সফরে গেলেন বেলজিয়াম। বেলজিয়ামের উদ্দেশ্যে তিনি গতকাল ২০ জুন সোমবার সকালে ঢাকা ছেড়েছেন।
তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুদিনব্যাপী (২১-২২ জুন) European Union Development Days সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন।
সূত্রে জানা যায়, সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে European Union আমন্ত্রণ জানিয়েছিলো। কিন্তু দেশের বন্যা পরিস্থিতি ও বাজেট অধিবেশন থাকায় মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সম্মেলনে যোগদান করতে বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সম্মেলনে বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নসহ বানভাসি মানুষের দুরবস্থা এবং দেশের সার্বিক কল্যাণের বিষয় তুলে ধরবেন।