সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা

বর্তমান সরকার নারীবান্ধব সরকার : জেলা প্রশাসক কামরুল হাসান

বর্তমান সরকার নারীবান্ধব সরকার : জেলা প্রশাসক কামরুল হাসান
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সোমবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশের পর্যায়ে যেতে চাই। যখন অর্থনৈতিক সমৃদ্ধি আসবে সবার জন্য। সরকার সে লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার নারীবান্ধব সরকার। নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদেরকেও বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, একজন নারীকে যখন অল্প বয়সে বিয়ে দেয়া হয়, তখন সে ফ্যামিলির সববিষয় একা নিয়ন্ত্রণ করতে পারে না। স্বামীর নির্যাতনের শিকার হয়, পরিবারের বাচ্চারা তা দেখে দেখে শিখে। তখন ছেলে সন্তানেরা মনে করে, এভাবে বউকে নির্যাতন করতে হয়; মেয়েরা মনে করে বিয়ের পরে তাদের হয়তো এভাবেই নির্যাতন সহ্য করতে হয়। তখন দায়ভার আমাদের সবার ওপরই পড়ে। সুতরাং বাল্যবিয়ে, নারী নির্যাতন রোধসহ সাম্প্রদায়িক ও সামাজিক সহিংসতা প্রতিরোধে নবীন-প্রবীণকে সমন্বিত করে জনসচেনতার পাশাপাশি একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধ হলেই ২০৪১ সালে হবে অর্থনৈতিক সমৃদ্ধি। এর সুফল নারী-পুরুষ উভয়ই পাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়