প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাযিল মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলায় মাদ্রাসা পর্যায়ে অত্র প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে। ঘিলাতলী ফাযিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত হওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল বাশার মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ গৌরব অর্জন করার জন্যে নিরলসভাবে কাজ করা মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ হামদ ও নাত প্রতিযোগিতায় উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে অত্র মাদ্রাসার শিক্ষার্থী।