প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গুরুতর অসুস্থ নির্মল গুহের আশু রোগমুক্তি কামনায় ফরিদগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছারুল আলম কামরুলের আয়োজনে শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভায় নির্মল গুহের দ্রুত রোগমুক্তি কামনা করে শিশু, নারী পুরুষ সকলে প্রার্থনা করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।