প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান পবিত্র হজ¦ পালনের উদ্দেশ্যে আজ বাংলাদেশ ত্যাগ করবেন। আজ সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। এই হজ্জযাত্রায় তাঁর বড় বোন অ্যাডঃ জারজিনা আক্তার এবং ভগ্নিপতিও রয়েছেন। তবে বোন ও ভগ্নিপতি গত ১২ জুন সৌদি আরব চলে গেছেন। রোমান হজ্জ পালন শেষে ১৬ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
পবিত্র হজ্বে বায়তুল্লাহ ও জিয়ারতে মদিনা মোনাওয়ারার সব কিছু যাতে ভালোভাবে সম্পাদন করে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন তার জন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।