রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ এআর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আত্তীকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
প্রবীর চক্রবর্তী ॥

অবশেষে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ সরকারিকরণকৃত ফরিদগঞ্জ এআর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের আত্তীকরণ বিষয়ক সরকারি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে বিদ্যালয়টি পুরোপুরি সরকারিকরণ প্রক্রিয়ায় আরো একধাপ এগিয়ে গেল। বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ার সুফল শিক্ষার্থীদের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এতোদিন সীমাবদ্ধ থাকলেও সরকারিকরণে বেতন-ভাতাদিসহ আনুষঙ্গিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত ছিল শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখা-৬ (স্মারক নং- ০৫.০০.০০০০.১৫৫.১৫.০২৬.২০-৫১৪) থেকে সরকারিকরণকৃত ফরিদগঞ্জ এরআর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের লক্ষ্যে নিম্নবর্ণিত ২৪ (চব্বিশ)টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা যেতে পারে বলে গত ১৪ জুন প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী ২৪টি পদের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্কুল শাখার ১৭টি এবং ভোকেশনাল শাখার সহকারী শিক্ষকসহ ৭টি পদ আত্তীকরণ করা হয়।

এই আত্তীকরণের ফলে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরি সরকারিকরণ বিষয় আরো একধাপ এগিয়ে গেল।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা প্রদান করলে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিগ্রহণ এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পাওয়া গেলে শিক্ষকদের সরকারি বেতন ভাতা পাওয়া শুরু হবে। তিনি বলেন, সকলে সহযোগিতা করলে আমরা দ্রুত এই কাজ সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। তিনি আরো বলেন, আত্তীকরণকৃত পদে ইতিমধ্যে যারা অবসরে গিয়েছেন তারা অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তীতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিষয়টি নির্ধারিত হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ইতিপূর্বের সিদ্ধান্ত মতে দেশের প্রতিটি উপজেলা সদরের একটি বিদ্যালয় সরকারিকরণ প্রক্রিয়া অনুযায়ী ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ফরিদগঞ্জ এআর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয়। পরবর্তীতে বিদ্যালয় সরকারিকরণ হলেও শিক্ষকদের আত্তীকরণ বিষয়ে জটিলতা থেকে যায়। গত ১৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তা নিরসনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়