প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০
সরকারের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে ১% বরাদ্দ রাখার দাবিতে সারাদেশের ন্যায় গতকাল ১৮ জুন শনিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই শিল্পী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্ব স্ব ব্যানার নিয়ে সংগীত নিকেতন, চাঁদপুর ড্রামা, নৃত্যাঙ্গন, সপ্তসুর সংগীত একাডেমি, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, নৃত্যধারা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, বাউল শিল্পীগোষ্ঠী, সুরধ্বনি সংগীত একাডেমি, বর্ণচোরা নাট্যগোষ্ঠী, অনন্যা নাট্যগোষ্ঠী, অনুপম নাট্যগোষ্ঠী, বর্ণমালা থিয়েটার, স্বরলিপি নাট্যগোষ্ঠী, মেঘনা থিয়েটার, বাবুরহাট অরূপ নাট্যগোষ্ঠী, নবরূপ থিয়েটারসহ চাঁদপুর জেলা শহরের সকল সাংস্কৃতিক সংগঠনের নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী ও চারুকলা শিল্পীরা অংশগ্রহণ করে।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অজয় কুমার ভৌমিক, থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ রূপালী চম্পক, সুরধ্বনি সংগীত একাডেমির অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, নবজাগরণ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আমির হোসেন বাপ্পী ও জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে জাহাঙ্গীর হোসেন।
মানববন্ধনে বক্তারা বর্তমান বাজেটে সংস্কৃতি খাতে ১% বরাদ্দ রাখার জন্য সংস্কৃতি বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
বক্তারা বলেন, ’৫২ থেকে ’৭১ সকল আন্দোলন শিল্পী সমাজের রক্তে রঞ্জিত হয়েছে। বর্তমান সরকার শিল্প-সংস্কৃতি বান্ধব। তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, সংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ১% বরাদ্দ রাখার জন্যে। অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে যারা অগ্রদূত সেসকল সাংস্কৃতিক সংগঠনের প্রতি সরকার কোনো নজর দিচ্ছে না। সরকার বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায় ও অন্ধ কল্যাণে ব্যয় করছে বিপুল পরিমাণ অর্থ। কিন্তু আমরা যারা চোখে দেখছি, তাদের প্রতি সরকার পুরোপুরো অন্ধ। একটি মানসম্পন্ন বাজেট বরাদ্দ শিল্পী সমাজের দীর্ঘদিনের দাবি।
মানববন্ধনে অংশ নেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইতু চক্রবর্তী, নাট্যজন শুকদেব রায়, নাট্যজন গোবিন্দ মণ্ডল, নৃত্য প্রশিক্ষক রুমা সরকার, নৃত্য প্রশিক্ষক অনিমা সেন চৌধুরী, নাট্যজন মৃণাল সরকার, নাট্যজন তবিবুর রহমান রিংকু, নাট্যজন চন্দন সরকার, নাট্যজন হাবিবুর রহমান, নাট্যজন মাহবুব আলম, নাট্যজন পিএম বিল্লাল, নাট্যজন মুহাম্মদ আলমগীর, নাট্যজন শরীফুল ইসলাম, চারুশিল্পী সাধন সরকার ও অজিত দত্ত, নাট্যজন কার্তিক সরকার, নাট্যজন সাধন সরকার প্রমুখ।