প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের প্রধান (৬৭)কে ১৮ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় ঘিলাতলী ফাজিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত ১৭ জুন বিকেল ৫টায় চাপাতলী নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল ১৮ জুন ঘিলাতলী ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন ও মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মবিন সুজন প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ সরকার, আনোয়ারুল হক খন্দকার, জাহাঙ্গীর আলম, রুস্তম তালুকদার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রশিদ মজুমদার, সাবেক সভাপতি ডাঃ মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কাকন মুন্সী প্রমুখ। পরে মরহুমের লাশ ঘিলাতলী চাপাতলী বাড়ৈগাঁও যৌথ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।