প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের কৃতী সন্তান সদ্য পদোন্নতিপ্রাপ্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ সাইফুল ইসলামের চাঁদপুরে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লায়ন আরমান চৌধুরী রবিন।
গতকাল ১৮ জুন শনিবার দুপুর ৩টায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের পৈত্রিক বাড়িতে দাদা-দাদীসহ নিকটজনদের কবর জেয়ারত ও কুশল বিনিময় করতে আসেন। এটি ছিলো একান্তই তাঁর ব্যক্তিগত সফর।
এ সময় তাঁর স্বজন লায়ন আরমান চৌধুরী রবিনের চাঁদপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আসলে অফিস স্টাফরা ফুল দিয়ে বরণ করেন ও উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে রবিন চৌধুরীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।