সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০

চাঁদখাঁর বাজারে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর বাজার এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী রিলাক্স নামের বাসটি আশিকাটির চাঁদখাঁর বাজার এলাকায় এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে চাঁদপুরগামী পিকআপকে মুখোমুখি ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়। নিহত চালক আল-আমিন (৩০)-এর বাড়ি হাজীগঞ্জের টোরাগড় এলাকায়। তার সাথের দুই হেলপার আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পিকআপে থাকা ২ জনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসে। এছাড়াও নিহত পিকআপের চালক আল আমিনের মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়