প্রকাশ : ১৯ জুন ২০২২, ০০:০০
গত ২৭ বছর ধরে আপনাদের জন্যে কাজ করছি। হাজীগঞ্জ-শাহরাস্তিতে আমার আত্মীয়-স্বজনের বাইরের সবাই আমার আত্মার আত্মীয়। আমি নিজে কোনো ব্যবসায়ী না, আমার সন্তানরা দেশের বাইরে সবাই প্রতিষ্ঠিত। তাই আমার নিজের কোনো লোভ নেই বা পিছুটান নেই। অতীতের দিনগুলোর মতো আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে চাই। ১৮ জুন শনিবার হাজীগঞ্জের ৯নং ও ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার ৪ বারের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসালাম বীর উত্তম।
তিনি বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে। মেগা প্রকল্পের বেশির ভাগ শেষের পথে। দেশের অধিকাংশ জেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। আগের সরকারগুলো আমাদের মতো উন্নয়ন করলে দেশের উন্নয়ন আরো আগে হতো।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে গিয়ে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, এই হাজীগঞ্জ-শাহরাস্তিতে ২২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় যখন আমরা প্রথম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে এসেছিলাম, তখন গ্রামের সকল রাস্তা মাটির ছিলো। অধিকাংশ সড়কে রিকশা পর্যন্ত চলতো না, রিকশা থেকে নেমে পায়ে হেঁটে যেতে হতো। কালভার্ট-ব্রীজ ছিলো না, ছিলো বাঁশের সাঁকো। এখন দুই উপজেলায় ৭শ’ কিলোমিটার পাকা সড়ক করা হয়েছে। ৮শ’ কালভার্ট-ব্রীজ করা হয়েছে। ডাকাতিয়া নদীর উপরে ৮টি ব্রীজ করা হয়েছে, আরো দুটি চলমান রয়েছে।
অনুষ্ঠানগুলোতে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন যথাক্রমে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নূরুর রহমান বেলাল এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু।
দিনভর অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ, উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, ছাত্রলীগ নেতা নাহিদুল ইসলাম সোহেল, মেহেদি হাসান রাব্বী, চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদি, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান, খোরশেদ আলম প্রধানীয়া, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু, রফিকুল ইসলাম মিলিটারী, আওয়ামী লীগ নেতা অমল ধর, হাবিবুর রহমান লিটন, এমএ হাসেমসহ হাজীগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী।
উল্লেখ্য, এদিন তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, কাকৈরতলা আলিম মাদ্রাসার একাডেমিক ভবন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, দেশগাঁও দারুস সুন্নহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দেশগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয় ও দেশগাঁও ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন।