প্রকাশ : ১৮ জুন ২০২২, ০০:০০
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মার শাস্তির দাবিতে চাঁদপুর জেলা অ্যাম্বুলেন্স মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতি চাঁদপুর শহরে অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে থেকে প্রায় অর্ধশত অ্যাম্বুলেন্স একত্রিত হয়। এখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। সেখানে বক্তারা ভারতীয় পন্য বর্জনের ঘোষণা দেন। এরপর অ্যাম্বুলেন্সগুলো সাইরেন বাজিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। তাদের এমন অভিনব প্রতিবাদে শহরবাসী তাদেরকে স্বাগত জানায়।