প্রকাশ : ১৮ জুন ২০২২, ০০:০০
সরকারের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে ১% বরাদ্দ রাখার দাবিতে সারাদেশের ন্যায় আজ ১৮ জুন শনিবার বিকেল ৪টায় চাঁদপুর শহরস্থ জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি সম্মুখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখার আয়োজনে সকল শিল্পীর অংশগ্রহণে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে চাঁদপুর জেলা শহরের সকল সাংস্কৃতিক সংগঠনের নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী ও চারুশিল্পীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে সভাপতি তপন সরকার এবং থিয়েটার ফোরাম, চাঁদপুর-এর পক্ষে সভাপতি শহীদ পাটোয়ারী।