প্রকাশ : ১৮ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকা থেকে সালমা বেগম (২৩) ও রাসেল সর্দার (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গতকাল ১৭ জুন শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রিলাক্স বাসে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সালমা বেগম চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকার বিল্লাল বেপারীর স্ত্রী। অপর মাদক ব্যবসায়ী রাসেল সর্দার চাঁদপুর সদর উপজেলার মধ্য শ্রীরামদী বেপারী বাড়ির আজহার সর্দারের ছেলে।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।