রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

‘আমরা সবাই কিশোর ভাই সুস্থ বিনোদনের জায়গা চাই’ স্লোগানে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে যুবসমাজ ও এলাকাবাসী। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মাঠের উপরই সাইক্লোন শেল্টার হওয়ার কথা। যা মাদ্রাসা কর্তৃপক্ষ দুর্যোগ-পরবর্তী সময়ে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করতে পারবে।

মানববন্ধনে যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন মানিক হাসান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকার জন্যে সাইক্লোন শেল্টারের যে প্রকল্পটি দিয়েছেন আমরা তাতে আনন্দিত। কিন্তু এই প্রকল্পটি যেনো জনস্বার্থে হয়, কারো ক্ষতি যেনো না হয়। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার পর্যাপ্ত জায়গা থাকার পরেও স্কুলের মাঠ দখল করে ভবন করা হচ্ছে। যুব ও কোমলমতি শিক্ষার্থীরা এই মাঠে প্রতিদিন খেলাধুলা করে। খেলার মাঠ যদি না থাকে তাহলে তারা খেলাধুলা করবে কোথায়? তাই আমরা আজকের মানববন্ধন থেকে সবাইকে জানাতে চাই খেলার মাঠ রেখে মাঠের পাশে সাইক্লোন শেল্টারটি করা হোক। এ সময় উপস্থিত ছিলেন আফজাল হোসেন, ফয়সাল হোসেন, সাদ্দাম হোসেন, রাব্বি হাসান, সাহাদাত হোসেন, গাজী আল-আমিন, সাহাদাত সাকিব, জাহিদ, আবদুল আহাদ, কাজী জাহিদ, তানভির মিজি, রায়হান কবিরাজ, সজিব সোহাগ, হোসেন, শাওন, তুহিন, তানভির হোসেন, মানিক কবিরাজসহ কোমলমতি শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে লিখিত আবেদন করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে সারাদেশে ১০০টি সাইক্লোন শেল্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তার মধ্যে ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে একটি সাইক্লোন শেল্টার স্থাপনের অনুমোদন হয়। কিন্তু এটি দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার অতিরিক্ত জায়গা থাকলেও মাঠের মধ্যে করা হচ্ছে।

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ বলেন, ইউনিয়নে এই খেলার মাঠ ছাড়া আর কোনো বড় মাঠ নেই। মাদ্রাসার প্রায় ১ একর জায়গা, খেলার মাঠ বাদ দিয়ে তারা ভবনটি করতে পারে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ জায়গা দিচ্ছে না। আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। যেহেতু মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের ন্যায় আমার ইউনিয়নে সাইক্লোন শেল্টার স্থাপনের জন্যে প্রকল্পের অনুমোদন দিয়েছেন, আমি চাই খেলার মাঠ দখল না করে মাঠের যে কোনো এক প্রান্তে সাইক্লোন শেল্টার স্থাপন করা হোক।

দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ফ.ম. সাইফুল্লাহ জানান, ভবনের দৈর্ঘ্য ১৫০ ফুট প্রস্থ ৫৫ ফুট। মাঠের বাইরে কোনো দিক দিয়ে দৈর্ঘ্যে ১৫০ ফুট নেই, আছে মাত্র ১১০ ফুট। তাই সাইক্লোন শেল্টারটি মাঠেই করা হচ্ছে, এখানে আমাদের কিছু করার নেই।

ঠিকাদার জাকির হোসেন জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে যেখানে বলবে আমি ওই স্থানে কাজ করবো। আমি ব্যক্তিগতভাবেও চাই খেলার মাঠ থাকুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, আমি এ সম্পর্কে অবগত নই। এখন যেহেতু জানতে পেরেছি, যদি মাদ্রাসার জায়গা থাকে তাহলে খেলার মাঠ রেখে প্রকল্পটি যেনো বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাগ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়