প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০
চাঁদপুরসহ সারাদেশে ১৯ জুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হবে। চাঁদপুরের ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩৭ হাজার ২শ’ ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট বোর্ডসমূহ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ২শ’৩৬ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৮ হাজার ১শ’ ৮০ জন, কেন্দ্র ৪৫টি, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ১শ’ ৩০ জন, কেন্দ্র ১৯টি এবং এসএসসি ভোকেশনাল ১০টি কেন্দ্রে ১ হাজার ৯শ’ ২৬ জন।
পরীক্ষাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো হলো-কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, এক বা দুইয়ের অধিক কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং এক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।