প্রকাশ : ১৭ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ৬ ঘণ্টার ব্যবধানে হাবিবা আক্তার (১৫) নামে ৮ম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থী ও সিয়াম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদার বাড়ি থেকে হাবিবার লাশ ও একই দিন দুপুরে সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্যে দুটি লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের জমাদার বাড়ির আবুল বাশারের মেয়ে হাবিবা আক্তার পরিবারের সদস্যদের অগোচরে বুধবার রাতে বসতঘরে আত্মহত্যা করে। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়তে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তা দেখতে পায়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন। হাবিবা স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। দু ভাই তিন বোনের মধ্যে হাবিবা সবার ছোট। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
অপরদিকে সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রাম থেকে সিয়াম নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সিয়াম বৃহস্পতিবার সকালে বিষ পান করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত পাশর্^বর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মনতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার, পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের ও ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।