প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো মোহাম্মদ হোসেন নূর নামের চার বয়সী এক শিশু। বুধবার সবার অজান্তে নূর নানার বাড়ির নিকটস্থ ডোবায় মারা যায়। হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের খান বাড়ির পাশে মাটি কাটার ডোবায় এ ঘটনা ঘটে। শিশুটি হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের নতুন মিয়া বাড়ির মোঃ বাবুল হোসেনের ছেলে।
শিশুটির মামা আবুল কালাম জানান, সম্প্রতি মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মোহাম্মদ নূর হোসেন। এদিন শিশুটি নানার বাড়ির উঠানেই খেলাধুলা করা অবস্থায় সবার অগোচরে নিখোঁজ হয়। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সবাই খুঁজতে বের হয়। এক পর্যায়ে ওই বাড়ির পূর্ব পাশে নতুন মাটি কাটার ডোবায় তাকে ভাসতে দেখে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত হবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম জানান, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা গেছে।