রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

সরকার দেশের ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুরে এলজিএসপি-৩ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক জেলা সমন্বয় সভা গতকাল ১৪ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমি এ জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর আপনাদের সাথে দেখা হয়নি। আজ একটা সুযোগ হলো আপনাদের সাথে পরিচিত হওয়ার। তিনি বলেন, আমি সাধারণ মানুষের সাথে মিশতে এবং গ্রামের ছেলে গ্রামে যেতেই পছন্দ করি।

জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জায়গাটা অনেক সম্মানের। একজন ইউপি চেয়ারম্যানের পদ অনেক গুরুত্বপূর্ণ। সরকারের তৃণমূলের উন্নয়ন কর্মকাণ্ডে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বাজেটের প্রায় অনেকাংশে আপনাদের ইউনিয়ন পরিষদ যুক্ত থাকে কোনো না কোনো ভাবে। সরকার দেশের ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে সরকার টেকসই উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখেই কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদগুলো এখন সক্ষমতা অর্জন করতে পেরেছে বিধায় প্রায় ১৫ লাখ টাকারও বেশি প্রকল্প দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক আরো বলেন, মানুষ কিন্তু জানে আপনি কী করছেন। হয়তো অনেকেই বলতে পারছে না। তিনি নিদিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজগুলো শেষ করার তাগিদ দেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একটি মানুষ যেনো গৃহহীন না থাকে। অতএব তৃতীয় পর্যায়ের ঘরগুলোর যেনো কাজ শেষ হয়। কোনো রকমের গাফিলতি আমি সহ্য করবো না।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন।

ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর রিয়াজ উদ্দিন সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার আবিদা সিফাত, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী প্রমুখ।

এ সময় সভায় জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানকে জেলার সকল উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়