প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে অশালীন মন্তব্যকারী বিজেপি নেতাকে শুধু বহিষ্কার করলেই হবে না উগ্রবাদী দুজনকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে বাংলাদেশ সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। কটুক্তির প্রতিবাদে মুসলিম বিশে^র ধর্মীয় অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশে কার্পণ্য না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জমইয়াতে হিযবুল্লাহ নেতৃবৃন্দ। অন্যথায় বাংলাদেশ মুসলিম বিশে^ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতে পারে। ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক অসম্মান ও কটুক্তির প্রতিবাদে ১০ জুন সোমবার সারাদেশে ন্যায় চাঁদপুরেও জমইয়াতে হিযবুল্লাহ মানববন্ধন কর্মসূচি পালন করছে। ওই কর্মসূচিতে নেতৃবৃন্দ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনা এবং ভারতীয় পণ্য বর্জনের দাবি জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারের কাছে বিজেপির ২ নেতার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পৌঁছে দেয়ার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। সংগঠনের জেলা নেতৃবৃন্দ চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পৌঁছে দেয়ার জন্য এ স্মারকলিপি তুলে দেন।
জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রফেসর মোঃ আল আমিন, সংগঠনের শহর শাখার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মকবুল হোসেন, আইম্মায়ে হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোশারফ হোসাইন, সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মাওঃ আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মুফতি মোঃ মহিউদ্দিন জাফরী, যুব হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওঃ মোঃ তাজুল ইসলাম ও মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মান্নান, ছাত্র হিযবুল্লাহর ছারছীনা মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মাওঃ মোঃ আল আমিন, ছাত্র হিযবুল্লাহর জেলা কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর দীনিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মহিবুর রহমান মহিবুল্লাহ। নাতে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ মাহবুবুল আলম। মিলাদে মোস্তফা ও মিলাদ কিয়াম পরিচালনা করেন জুলফিকার হামদ, নাত, গজল পরিবেশক দলের সদস্যবৃন্দ। পরে অনুষ্ঠানের সভাপতির মোনাজাতের মাধ্যমে এ মানববন্ধনের কর্মসূচি সমাপ্তি হয়।
মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ যুব ও ছাত্র হিযবুল্লাহ এবং আইম্মায়ে হিযবুল্লাহরসহ ছারছীনা দরবারের ভক্তবৃন্দ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমিকগণ।