প্রকাশ : ১৪ জুন ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশে এ পর্যন্ত অষ্টম ধাপের স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ নির্বাচন জমজমাটভাবে সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নবম ধাপে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থীরা জনগণের কাতারে শামিল হয়ে নিজেদের পক্ষে ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদেরই একজন খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও টানা দুবারের ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন হাওলাদার।
চাঁদপুর কণ্ঠের পক্ষে তার মুখোমুখি হয়ে মেম্বার থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জনসেবার মাধ্যমে জনগণের হৃদয় জয় করতে চাই। ইউপি সদস্য থেকে কেবলমাত্র একটি ওয়ার্ডের মানুষের সেবা করা যায়। আমার জনসেবার পরিধি বাড়াতে চাই। পুরো ইউনিয়নে নাগরিক সেবা বৃদ্ধি, মাদকমুক্ত পরিবেশ তৈরি করা, বাল্যবিবাহ বন্ধসহ সকল সামাজিক কাজে মানুষের আরো কাছে থাকতে চাই।
তিনি আরও বলেন, আমি ছাত্রলীগের রাজনীতি থেকে বর্তমানে যুবলীগের ইউনিয়নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আমি সব সময়ই দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করছি জনগণের কল্যাণের জন্যে। তাই আমার প্রথম লক্ষ্য হলো, দলীয় প্রতীক নৌকার মনোয়ন লাভ করা। দলীয় প্রতীক নিয়েই আমি নির্বাচন করতে চাই। আমার প্রত্যাশা, দল আমার সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে নৌকার প্রার্থী হিসেবে বিবেচনা করবে।