প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও মূল্যহ্রাসের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি।
১১ জুন শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
জেলা বিএনপি নেতা মুনীর চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা জসিম উদ্দীন খান বাবুল, মাহবুব আনোয়ার বাবলু, সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপি নেতা অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের
সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাডঃ কোহিনুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের আগে জেলা যুবদল বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
সভায় বলা হয়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যখন জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে, ঠিক সেই সময় গ্যাসের ২২ দশমিক ৭৮ শতাংশ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আঘাত করলো। এতে একদিকে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।