প্রকাশ : ১৩ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী ও স্থানীয় সাংসদ ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় ফিরতি পর্বের প্রিমিয়ার ক্রিকেট লীগের খেলা শুরু হয়েছে। রোববার ১২ জুন অনুষ্ঠিত খেলায় ক্রিকেট কোচিং সেন্টারের কাছে ৩২ রানে হেরেছে চাঁদপুর ক্রিকেট একাডেমী। আজ সোমবারের ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী আবাহনী ক্রীড়া চক্র ও টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল নিতাইগঞ্জ ক্রীড়া চক্র।
গতকাল রোববারের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ক্রিকেট কোচিং সেন্টার। তারা ৩৪ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে অনুরাগ ৫৭ বলে ৭২ রান, তারেক ৩৫ বলে ৩৫ ও শাহিদ ৩৫ বলে ৩৪ রান করেন। বল হাতে চাঁদপুর ক্রিকেট একাডেমীর বাপ্পি ১ ওভার ৩ বলে ৫ রানে ৩ টি উইকেট নেন।
চাঁদপুর ক্রিকেট একাডেমী ১৮৭ রানের জয়ের টার্গেট নিয়ে মাঠে নামে। তারা ৩২ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আশিক ৬১ বলে ৫৭ রান করেন। ক্রিকেট একাডেমীকে হারানোর ফলে সেমি-ফাইনালে খেলার সুযোগ সৃষ্টি হলো ক্রিকেট কোচিং সেন্টারের। দুটি দলকেই খেলার জন্য আয়োজকরা ৩৫ ওভার নির্ধারণ করে দিয়েছিলো।
খেলার মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্রিকেটের টেকনিক্যাল কমিটির সদস্য এসএম মুজিবুল হক রাসেল, সুমনসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ।