প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০
আগামী ১৮ জুন শনিবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ । বর্ধিত সভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুন বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সহযোগীরা উক্ত বর্ধিত সভায় ও সম্মেলন কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না। জরুরি এই বর্ধিত সভায় সম্মেলন ছাড়াও আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে।