প্রকাশ : ১০ জুন ২০২২, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যাগে ‘বঙ্গবন্ধু যুব ঋণ' বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার ৯ জুন সকালে ফরিদগঞ্জ উপজলা পরিষদ অডিটারিয়ামে প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়। ফরিদগঞ্জ উপজলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোঃ নূরুল আমিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশে কোনো বেকার ও কর্মহীন অলস থাকবে না। তাদের প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের পথ দেখাচ্ছে সরকার। দক্ষ জনশক্তি বৃদ্ধির জন্য সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা বা কম সুদে ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। ফলে, ধীরে ধীরে দেশের বেকার যুবকদের সাথে সাথে যুবতীরাও কর্মমুখি হয়ে ওঠছে। দেশে বেকারত্ব দূর হচ্ছে, একই সাথে আমাদের মানুষের আয়-ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান ব্যাংক শুধু প্রশিক্ষিত বেকার যুবদের ঋণ নিয়ে কাজ করছে। নামমাত্র সুদে প্রদান করা এই ঋণ নিয়মিত পরিশোধ করে বেকার যুবক-যুবতীরা নিজেদের একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমি বিশ্বাস করি, সকলে মিলে কাজ করলে আগামী তিন বছরের মধ্যে কর্মসংস্থান ব্যাংক দেশের প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সভায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, ফরিদগঞ্জ উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম প্রমুখ। সভা শেষে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবককে এই ঋণের চেক বিতরণ করা হয়।