প্রকাশ : ০৯ জুন ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের গণশুনানি
জনগণ যতোবেশি সচেতন হবে, উন্নয়ন ও জনসেবা ততবেশি নিশ্চিত হবে : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের কার্যক্রম ও সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএলজি) সহযোগিতায় ইএএলজি প্রকল্পের সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
|আরো খবর
প্রধান অতিথি বলেন, জনপ্রতিনিধিদের কার্যক্রম ও সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি বেশ সহায়ক। গণশুনানির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়েছে। মানুষের দোরগোড়ায় সেবামূলক কার্যক্রম পৌঁছে দিতে হবে। এজন্যে সরকারের বিভিন্ন বিভাগ প্রত্যন্ত পর্যায়ে কাজ করছে। তবে প্রত্যাশিত জনসেবা প্রাপ্তির ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বেশি প্রয়োজন। জনগণ যতো বেশি সচেতন হবে, উন্নয়ন ও জনসেবা তত বেশি নিশ্চিত হবে। গণশুনানিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে আগামীদিনের পরিকল্পনার কথা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।