রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০

কচুয়ায় প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে হট্টগোল
অনলাইন ডেস্ক

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কচুয়া উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সাঁটানো ব্যানারে ছিল না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। অনুষ্ঠান যথাসময়ে শুরু হওয়ার পরপরই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান ব্যানারে ছবি না থাকার বিষয়ে প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত লোকজন ব্যাপক হট্টগোল ও ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানের আয়োজনকারী কচুয়া উপজেলা প্রশাসনের কক্ষ থেকে বার বার অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। প্রতিবাদ ও ক্ষোভের মুখে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনায় অচলাবস্থার সৃষ্টি হলে ব্যানার নামিয়ে ফেলা হয়। এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীরের হস্তক্ষেপে উপস্থিত লোকজনের ক্ষোভ প্রশমিত হয়।

প্রায় ৪০ মিনিট পর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত নতুন ব্যানার সাঁটানো হয়। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহ তাদের বক্তব্যে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না বলে আশ্বস্ত করলে উপস্থিত লোকজন শান্ত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়