প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ফরক্কাবাদ বাজার এলাকায় অটোবাইকের চাপায় দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় তাজুল ইসলাম গাজী জানান, ফরক্কাবাদ বাজার থেকে বাড়ি যাবার সময় দ্রুতগতির একটি অটোবাইক ওই পথচারী বৃদ্ধকে আঘাত করলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।
আমরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত দ্বীন ইসলাম কৃষিকাজ করতেন। তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে যায়।