প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০
মতলব দক্ষিণে একমির এসপিআর আব্দুর রহমানের আত্মহত্যায় প্ররোচনার কারণে এরিয়া ম্যানেজার আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। ১৮ জুলাই নিহতের বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, আব্দুর রহমানকে আবুল কাশেম আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছেন। এছাড়া আবদুর রহমান চিরকুটে উল্লেখ করেছেন, এই আত্মহত্যার জন্য এরিয়া ম্যানেজার আবুল কাশেম দায়ী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের লাশ বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আবুল কাশেমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, শনিবার মতলব পৌর শহরের ঘোষপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে আঃ রহমান (৪০)ণ্ডএর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।