শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে
  •   সৌদি আরবে বাংলাদেশের ১৬তম  রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ০০:০০

বাবুরহাট পশুর বাজার পরিদর্শনে পুলিশ সুপার
হাছান খান মিশু ॥

চাঁদপুর শহরতলীর বাবুরহাট পশুর বাজার পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএমণ্ডবার)। গতকাল বিকেল সাড়ে ৪টায় তিনি এ পশুর বাজার পরিদর্শন করেন।

তিনি বাজার পরিদর্শনের পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাজারে অবস্থান করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, বাবুরহাট বাজারসহ প্রায় ২০টি পশুর বাজার তিনি পরিদর্শন করেছেন। প্রতিটি বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সকলে মাস্ক পরিধান করছে কিনা তা দেখার জন্যেই তিনি পশুর বাজার পরিদর্শন করেছেন।

পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ আহমেদ ও চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া। এছাড়া পৌর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়