বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০

করোনাকালীন সময় সাধ্যানুযায়ী অসহায়দের পাশে দাঁড়ান
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে গতকাল ১৭ জুলাই শনিবার পুরাণবাজারে ব্যবসায়ী, পথচারীসহ শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। চাঁদপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম এ সময় ছোট-বড় সকল শ্রেণী-পেশার মানুষকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বলেন, বর্তমান করোনাকালীন সময় মাস্কের বিকল্প নেই। সরকার করোনা প্রতিরোধে যথেষ্ট কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের এ সকল কার্যক্রমে আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি করোনার ভয়াবহতার কথা তুলে ধরে বলেন, বৈশি^ক করোনা থেকে মুক্তি পেতে হলে, আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কে কী করেছে তা না ভেবে, আমি কতটুকু সচেতন রয়েছি তা চিন্তা করতে হবে। তিনি করোনাকালীন সময় সাধ্যানুযায়ী দুঃস্থ অসহায় পরিবারদের সাহায্য করার জন্যে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

মাস্ক বিতরণকালে চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চেম্বার পরিচালক গোপাল সাহাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাঁদপুর চেম্বারের উদ্যোগে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে বিতরণের লক্ষ্য চাঁদপুর চেম্বার অব কমার্স জেলা প্রশাসক বরাবর ৫ হাজার, পুলিশ সুপার বরাবর ৫ হাজার, জেলা আওয়ামী লীগকে আড়াই হাজার, চাঁদপুর পৌরসভাকে ৫ হাজার, চাঁদপুর প্রেসক্লাবকে আড়াই হাজার মাস্ক প্রদান করে। এছাড়া পুরাণবাজার শ্রমিক অ্যাসোসিয়েশনসহ সাধারণ মানুষের মাঝে ৫ হাজার মাস্কসহ মোট ২৫ হাজার মাস্ক বিতরণ করে। স্বাস্থ্য সচেতনতা চাঁদপুর চেম্বার অব কমার্সের এ ধরনের সেবামূলক কার্যক্রমে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়