শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড়
মিজানুর রহমান ॥

শুক্রবার রমজানের প্রথম জুমায় মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিলো চাঁদপুরের প্রতিটি মসজিদে। মুসল্লিদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিলো না অনেক মসজিদে। আজান দেয়ার পরপরই মুসল্লিরা ছুটতে থাকেন মসজিদের দিকে। জামাত শুরুর আগেই প্রত্যেকটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক মসজিদের ভেতরে স্থান সঙ্কুলান না হওয়ায় নামাজের জামাত রাস্তার গলিতেও ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের ছাদ, খোলা জায়গা ও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। ৮ এপ্রিল শুক্রবার রমজানের প্রথম জুমায় চাঁদপুরের প্রত্যেকটা মসজিদেই এমন দৃশ্য দেখা গেছে।

শুক্রবার ছিলো পবিত্র রমজানের ষষ্ঠদিন। প্রথম জুমাবার। রমজানের জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। ইসলামী চিন্তাবিদদের মতে, প্রত্যেক জুমার দিনই অত্যন্ত ফজিলতপূর্ণ। পবিত্র রমজানের জুমার দিন হওয়ায় এর ফজিলত আরও অনেকগুণ বেশি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে। এ নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি হওয়ায় অধিক সওয়াবের আশায় মুসল্লিগণ রমজানের প্রথম জুমার নামাজ আদায় করতে মসজিদে ভিড় জমান।

শিশু, বয়স্ক থেকে শুরু করে প্রায় সব বয়সীকে জুমার নামাজে শরিক হতে দেখা গেছে। চাঁদপুর শহরে জুমার নামাজের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ এবং জেলার মধ্যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে।

জুমার নামাজে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা ও খুৎবা পাঠ করেন পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানীসহ অন্যান্য মসজিদের খতিবরা। এছাড়া নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং আল্লাহর দরবারে মা-বাবা, আত্মীয়-স্বজনের জন্যে দোয়া ও গুনাহ থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

ইমাম ও খতিব সাহেবরা তাদের বয়ানে মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন। রমজান বিষয়ে হাদিস উদ্ধৃত করে রমজানে ধৈর্য ও সহানুভূতির শিক্ষা গ্রহণ করতে তারা মুসল্লিদের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়