প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার প্রধান কোরবানির পশুর হাট বসেছে উপজেলার প্রাণকেন্দ্র নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। গতকাল শুক্রবার সকাল থেকেই কোরবানির পশু নিয়ে বিক্রেতারা হাজির হন। কোরবানির পশু কিনতে মাঠে শত শত ক্রেতা উপস্থিত হন। সকাল থেকে বিকেল পর্যন্ত পশুর হাটে মানুষের ঢল নামে। এ সময় কাউকেই স্বাস্থ্য বিধি মেনে চলতে দেখা যায়নি। ইজারাদারের পক্ষ থেকেও তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। কোরবানির পশুর হাট দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনা মহামারী চলছে। ইজারাদারের ভয়ে এ ব্যাপারে কেউ প্রতিবাদ করতেও সাহস পায়নি। এ প্রতিবেদক বেশ কিছুক্ষণ বাজারে থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করেননি। সরকারের পক্ষ থেকে বারবার স্বাস্থ্যবিধির কথা বলা হলেও ইজারাদার, ক্রেতা-বিক্রেতা কারোই এটিকে আমলে নিতে দেখেননি। উপস্থিত শত শত লোকের মুখে ছিলো না মাস্ক। শাহরাস্তিতে বর্তমানে করোনার ঊর্ধ্বগতি, এভাবে চলতে থাকলে করোনা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে অনেকেই মনে করছেন।