প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
মাছঘাটে করোনা সচেতনতায় প্রচারণা ও মাস্ক বিতরণ
চাঁদপুরের বৃহৎ মৎস্য বিপণন কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
|আরো খবর
গতকাল ১৬ জুলাই শুক্রবার বেলা ১২টায় চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকারের উদ্যোগে মাছঘাটের সকল ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতি লিঃ-এর পক্ষ থেকে মাছের আড়ত এবং ক্রেতা সাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে দড়ি টেনে দেয়াসহ স্বাস্থ্য সচেতনতায় প্রতিদিনই মাইকিং করা হচ্ছে।
মাস্ক বিতরণ ও করোনা সচেতনতায় প্রচার কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আঃ খালেক মাল, বর্তমান কার্যকরী পরিষদের সহ-সভাপতি মোঃ বাদশা মাল, পরিচালক আঃ খালেক বেপারী, ছানাউল্লাহ মিয়াজী, ছিদ্দিক আলী প্রধানিয়া, ইয়াকুব খান, কৃষ্ণচন্দ্র দে, দাদন বেপারী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মেজবাহ মাল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হাজী খোকন খা, হাজী আঃ রব চোকদার, হাজী আলী আকবর বেপারী, মিজান শেখসহ মৎস্য ব্যবসায়ীবৃন্দ।
মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতি লিঃ-এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।