শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০১:০৬

পরিকল্পনা প্রতিমন্ত্রীর ১লাখ মাস্ক বিতরণ

মাহবুব আলম লাভলু
পরিকল্পনা প্রতিমন্ত্রীর ১লাখ মাস্ক বিতরণ

চাঁদপুরের মতলবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পক্ষ থেকে ১লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। তার মধ্যে মতলব উত্তর উপজেলায় ৭০ হাজার মাস্ক ও  মতলব দক্ষিণ উপজেলায়  ৩০ হাজার মাস্ক বরাদ্দ করা হয়। মতলবে বিতরন করার জন্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম নিজ উদ্যোগে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নিকট থেকে ১ লক্ষ মাস্ক আনেন।

১০ মার্চ বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে হাজার মাস্ক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

মাস্ক বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)হোসাইন মোঃ ইয়াছিন ঢালী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও ওয়ালি উল্যাহ, একাডেমী সুপারভাইজার সাইফুল আলমসহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশন এর শিখন কেন্দ্রের প্রধান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিগন।

মতলব উত্তর উপজেলার ১৮২টি প্রথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ২৩৬ টি ইসলামিক ফাউন্ডেশন এর শিখন কেন্দ্র  এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট মোট ৫৫ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। এর মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে সাধারনন মানুষদের মাঝে বেশ কিছু মাস্ক বিতরন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়