প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০
শাহরাস্তি প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, চাঁদপুর প্রতিদিনের প্রতিবেদক সাংবাদিক জাকির হোসাইন খান (৫৮) দীর্ঘদিন অসুস্থতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। তাঁর অকাল প্রয়াণে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সকল সাংবাদিকের পক্ষে এই গণমাধ্যমকর্মীর অকালে চলে যাওয়ায় যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তার জন্য গভীর দুঃখ ও সমাবেদনা জ্ঞাপন করেন। এ প্রয়াণে তার পরিবার এবং গণমাধ্যমের ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে সেটি যেন পূরণ হয় সেজন্যে নেতৃবৃন্দ আল্লাহর নিকট প্রার্থনা করেছেন। আল্লাহপাক যেন তার বিদেহী আত্মার মাগফেরাত মঞ্জুর করে পরপারে তাকে জান্নাত নসিব করেন-নেতৃবৃন্দ সে প্রার্থনাও জানান।