শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০

সিপাইকান্দিতে আবারও ধনাগোদা নদীর ভাঙ্গন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি মরহুম চাঁদ মিয়া মেম্বার সাহেবের বাড়ির জামে মসজিদের সামনে আবারও ধনাগোদা নদীর ভাঙ্গন দেখা দিয়েছ।

সরেজমিনে গিয়ে জানা যায়, সিপাইকান্দি গ্রাম ধনাগোদা নদীর ভাঙ্গনে ল-ভ- হয়ে গেছে। বিগত দিনে প্রায় দুই শতাধিক বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া প্রায় দুই থেকে তিনশ’ একর আবাদী জমি নদীগর্ভে চলে যায়। আরও বিলীন হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২-৩টি মসজিদ। এ নদী ভাঙ্গন রোধ করার জন্যে গ্রামবাসী মাওলানা-মোহাদ্দেস এনে দোয়া-দরুদপাঠ, মিলাদণ্ডমোনাজাত পরিচালনা করেন। ২০০৭-২০০৮ সালে আল্লাহর অশেষ রহমত হয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। ঐ সময় যমুনা-মেঘনা রিভার ইরোশন মিটিগেশন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ নদী ভাঙ্গন রোধে বড় আকারের ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ নদীর তীরবর্তী এলাকায় নিক্ষেপ করে নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা করেন। বাকি অংশে সিপাইকান্দি গ্রামের আংশিক ও ঠেটালিয়া গ্রামের নদীর তীরবর্তী এলাকায় বড় আকারের বালি ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ নিক্ষেপ করা হয়। এখানে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপির নির্দেশক্রমে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ব্যবস্থাগ্রহণ করেন।

গত ৫ এপ্রিল সকালে হঠাৎ করে সিপাইকান্দি মরহুম চাঁদ মিয়া মেম্বার সাহেবের বাড়ির জামে মসজিদের সামনে প্রায় ১০০ ফুট জায়গা নদীতে দেবে যায়। এখানে ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করা ছিলো। তাৎক্ষণিক মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানকে অবগত করা হলে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। ভাঙ্গনরোধে অতি জরুরি পদক্ষেপ নেয়ার জন্যে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল এমপির কাছে জোর দাবি জানান এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়