বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

চাঁদপুরে করোনায় ও উপসর্গে মৃত্যু ৪

গতকাল শনাক্তের হার ছিলো ৩৪.৫৭ ভাগ

চাঁদপুরে করোনায় ও উপসর্গে মৃত্যু ৪
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ দুদিনে চাঁদপুর আইসোলেশন ওয়ার্ডে চারজন মারা গেছেন। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ, অপর দুজনের মধ্যে করোনার উপসর্গ ছিলো। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজন হচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর রাজাপুর গ্রামের আব্দর রব খান (৬৪)। তিনি গতকাল শুক্রবার সকাল ৯টায় মারা যান। অপরজন হচ্ছেন শাহরাস্তি উপজেলার রাফাই গ্রামের আমেনা খাতুন (৭৫)। তিনি মারা যান বৃহস্পতিবার রাত ১০টায়। এছাড়া করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় মারা যান সুরমা (৩৬)। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার মাস্টারবাজার পিংড়া গ্রামে। আরেকজন হচ্ছেন হাজীগঞ্জ উপজেলার ওড়পুর গ্রামের সফিউল্লাহ (৭০)। তিনিও মারা যান বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে। এরা হাসপাতালে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান।

এদিকে গতকাল চাঁদপুরে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪.৫৭ ভাগ। উপজেলাভিত্তিক এ সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৪৪, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জ ৮, মতলব দক্ষিণ ২, কচুয়া ১ ও হাইমচর উপজেলায় ১ জন। নতুন এ ৬৫ জনসহ মোট আক্রান্ত ৬৮৭৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৪০ জন, সুস্থ হয়েছেন ৫৩৮০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩৫৮ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়